Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিলেন ৪ লেখক


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯’ নিলেন চার লেখক। শুক্রবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কবিতায় কাজী রোজি, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় আফসান চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন।

 আরও পড়ুন: বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু

পুরস্কারপ্রাপ্তদের দুই লাখ টাকার চেক, একটি করে সম্মাননাপত্র ও সম্মাননা পদক দেওয়া হয়।

এর আগে,  গত ২৮ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সারাবাংলা/এনআর/একে

অমর একুশে গ্রন্থমেলা আফসান চৌধুরী কাজী রোজী বাংলা একাডেমি মোহিত কামাল সাহিত্য পুরস্কার সৈয়দ মোহাম্মদ শাহেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর