কর্মসংস্থানে হচ্ছে অর্থনৈতিক জোন: পাটমন্ত্রী
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক জোন গড়ে তুলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গড়ে উঠছে নতুন শিল্পপ্রতিষ্ঠান। বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানের সুযোগ।’ শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কেন্দুয়ায় নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের বনভোজন ও পুনঃমিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ মানুষের উন্নয়নে কাজ করে, দেশের উন্নয়নে রাজনীতি করে। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। তাই আসুন সকলে মিলে উন্নয়নের স্বার্থে সকল বিবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করি।’
সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সরকারের সব কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টার ফলে। অর্থনীতিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ঘটেছে। উন্নত দেশের স্বীকৃতির স্বপ্ন দেখছে বাংলাদেশ।’
নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সভাপতি সিদ্দিক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আজিজ, ড. শায়লা নাসরীন, ড. লুৎফুল কবিরসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ