যাত্রাবাড়ীতে দুই নারীসহ ৪ মাদক বিক্রেতা আটক
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকসন ব্যাটেলিয়ন (র্যাব)-১০।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফুল হক। তিনি জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মপুর গ্রামের বশির উল্যার ছেলে মো. দেলোয়ার (৪১) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫), ভোলার দৌলতখান উপজেলার বরখলিফা গ্রামের ফজলুর রহমানের ছেলে ইমরুল কায়েস (৩৫) এবং ডেমরার সারুলিয়া গ্রামের সুমনের স্ত্রী ময়না বেগম (২৭)। এসময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম হেরোইন এবং ৩ হাজার ১০০ পিস ইয়াবা ও দশটি মোবাইল ফোন এবং ১ লাখ ৪৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
মেজর মো. আশরাফুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আটককৃতরা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আটকের পর তারাও বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সারাবাংলা/এসএইচ/এমও