Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়াই স্বাভাবিক’


১ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের জন্য স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যে দলের নেত্রী নিজের জন্মতারিখ বদলে দিয়ে ১৫ আগস্টের হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য কেক কাটেন তারা প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবেন না, এটা খুব স্বাভাবিক।’

বিজ্ঞাপন

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উত্তর জেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি নুরুল আলম চৌধুরীর শোকসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যাদের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রীকে ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, প্রধানমন্ত্রী দুয়ারে দাঁড়িয়ে থাকলে যারা খোলে না তারা প্রধানমন্ত্রীর চা-চক্রে যাবেন না, এটা অত্যন্ত স্বাভাবিক।’

বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা হাত প্রসারিত করেছি আপনারাও আপনাদের হাত প্রসারিত করুন। তাহলে আপনাদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে।’

একাদশ সংসদ নির্বাচনের পর তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ২ ফেব্রুয়ারি গণভবনে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী চিঠি দিয়ে সেই চা-চক্রে যোগ না দেওয়ার কথা জানিয়ে দেন।

শোকসভায় প্রয়াত নুরুল আলম চৌধুরীর স্মৃতিচারণ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘তিনি রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। মাত্র ২৭ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সংসদ সদস্য হয়েছিলেন। তিনি নেতাকর্মী এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেন তার বক্তব্যের মাধ্যমে। নুরুল আলমের মৃত্যুতে মাধ্যমে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারিয়েছে।’

বিজ্ঞাপন

একই সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘নুরুল আলম চৌধুরী আমার বাবার (আক্তারুজ্জামান চৌধুরী বাবু) সঙ্গে ১৯৮৬ সালের সংসদে ছিলেন। পারিবারিক সম্পর্ক ছিল আমাদের। তিনি মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘নুরুল আলম চৌধুরী আদর্শের প্রশ্নে কখনো পিছপা হননি। আমি শৈশব থেকে বাবার (এবিএম মহিউদ্দিন চৌধুরী) সঙ্গে উনাকে দেখেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের দলের আদর্শিক শক্তি বৃদ্ধিতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে।’

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুছ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর