Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাট প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি পাটকল শ্রমিকদের


১৭ জানুয়ারি ২০১৮ ১৪:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

খুলনা: বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলে নয় পাটকল শ্রমিকদের কর্মবিরতির ১৯তম দিনে পাট প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে পাটকল শ্রমিকরা।

আজ বুধবার সকালে তারা লালপতাকা নিয়ে শহর জুড়ে বিক্ষোভ মিছিল শেষে এই দাবি করেন।

দিনের শুরুতে শ্রমিকরা নিজ নিজ পাটকলের সামনে অবস্থান নেন। পরে সকাল ১১টায় খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার পাটকলের গেটের সামনে থেকে শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাকে করে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় শ্রমিকরা পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের পদত্যাগের দাবি জানান।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

মিছিল শেষে এক সভায় বক্তৃতা করেন আন্দোলন কমিটির কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, জাকির হোসেনসহ সিবিএ ও নন সিবিএ নেতারা।

বকেয়া মজুরী পাওনার দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে  খুলনা – যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলীম ও জেজেআই এবং ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুট মিলের শ্রমিকরা কর্মবিরতিতে যান।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালিত হচ্ছে।

পাটকলের শ্রমিকদের টানা কর্মবিরতিতে উৎপাদন বন্ধ রয়েছে। বিভিন্ন সময় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের কাজে ফেরাতে ব্যর্থ হয়েছেন পাটকল কর্মকর্তারা। বকেয়া পরিশোধের দাবিতে অনড় রয়েছেন শ্রমিকরা।

 

সারাবাংলা/টিএম/এমএ

কর্মবিরতি পাটকল

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর