Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত বাতিল না হলে কঠোর আন্দোলন


১৭ জানুয়ারি ২০১৮ ১৪:৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: ঐতিহাসিক যশোর-বেনাপোল মহাসড়কের দেড় শতাধিক বছরের পুরাতন গাছ কাটার সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে যশোরের বাসিন্দারা।

সচেতন যশোরবাসীর ব্যানারে বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে  মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নেন ওয়ার্কার্স পার্টি, ছাত্র ফেডারেশনসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ-অর-রশিদ, মাহমুদ হাসান বুলু ও যুব মৈত্রীর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু।

বক্তারা বলেন, যশোর-বেনাপোল মহাসড়কে জমিদার কালী পোদ্দারের লাগানো গাছগুলো এক শতাব্দী ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে। তাছাড়া উন্নয়নের স্বার্থে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর রোডের উন্নয়ন যশোরবাসী চায়। তবে প্রায় আড়াই হাজার গাছ রেখে তা করতে হবে বলে জানান বক্তারা।

সারাবাংলা/টিএম/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর