Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেফতার ৩


২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- মো.খুরশিদ (৩০), মো.ইলিয়াছ (২৮) এবং আবু বক্কর সোহাগ (২৫)।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বন্দর থানার মনছুর মার্কেটের সামনে ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) এস এম আরেফিন জুয়েল সারাবাংলাকে বলেন, ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে গ্রেফতার তিনজন কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সেখানে বিশেষ কায়দায় বানানো কুঠুরি থেকে ইয়াবাগুলো উদ্ধার করেছি।

বিজ্ঞাপন

তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এসএমএন

ইয়াবা ট্রাকে তল্লাশী