ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে হবে: পাটমন্ত্রী
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। তিনি বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস এক গৌরবজ্জল ইতিহাস। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে, শেখ হাসিনার স্বপ্ন পূরণে ছাত্রলীগকে রাজনীতি করতে হবে।’
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী ভবনে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তিনি এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ছাত্রলীগকে জাতির পিতার আদর্শের রাজনীতি করতে হবে। কারণ ছাত্রলীগ হচ্ছে জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত একটি সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের পতাকাতলে এসে অনেকে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে এমপি-মন্ত্রী হয়েছেন।’
বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগের ত্যাগ রয়েছে জানিয়ে মন্ত্রী সংগঠনটির নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। স্কুল, কলেজ ও মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকাতলে নিয়ে আসতে হবে।’
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পোশাক আধুনিক হলে চলবে না, ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতে হবে। বঙ্গবন্ধুর দেখানো আদর্শ অনুসরণ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, সহ সভাপতি তানজির আহমেদ খান, নাজমুল হাসান সবুজ ও মোহাম্মদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকন ও সাদ্দাম হোসেন তপু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রুবায়েত হাসান রাকিব, দফতর সম্পাদক সেলিম মাহমুদসহ অনেকে।
সারাবাংলা/এমএইচ/একে