Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারকদের শৃঙ্খলাবিধি : গেজেট প্রকাশে সময় আরও ৭ দিন


৩ ডিসেম্বর ২০১৭ ০৭:১৭

সারাবাংলা প্রতিবেদক

নিম্ন অাদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজট প্রকাশে ১০ ডিসেম্বর রোববার পর্যন্ত সময় দিয়েছে অাপিল বিভাগ রোববার (০৩ ডিসেম্বর) এ সংক্রান্ত মামলার সময় আবেদন করলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর অাগে গত ০৫ নভেম্বর  সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন অাদালত। অাজ অাবার সময় অাবেদন করলে অাদালত ১০ ডিসেম্বর রোববার পর্যন্ত সময় দেন অাদালত। অাদালতে অাজ সময় অাবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম।

এদিকে গতকাল বিচার বিভাগীয় সম্মেলনে অাইনমন্ত্রী অানিসুল হক বলেছেন চলতি সপ্তাহের মধ্যেই নিম্ম অাদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রকাশ করা হবে।

গত ২০ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে ০৮ অক্টোবর পর্যন্ত গেজেট প্রকাশের সময় দিয়েছিলেন।

১৯৯৯ সালের ০২ ডিসেম্বর মাসদার হোসেনের মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনাদিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালাপ্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের এ নির্দেশনার পর গত বছরের ০৭ মে আইন মন্ত্রণালয় একটিখসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

গত বছরের ২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ।যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

বিজ্ঞাপন

এর পরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। গত ১৬ জুলাই প্রধানবিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ সংক্রান্ত গেজেট শিগগিরই প্রস্তুত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। পরে ফের ২৭ জুলাই বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষৎ করে খসড়াটি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু সেই খসড়া নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন আপিল বিভাগ।

পরবর্তীতে আবার দফায় দফায় সময় নেয় রাষ্ট্রপক্ষ।

সারাবাংলা/এজেডকে/একে/০৩ ডিসেম্বর, ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর