রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
১৭ জানুয়ারি ২০১৮ ১৩:৫১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৪:০৫
মেডিকেল করেসপন্ডেন্ট
রাজধানীর খিলগাওয়ের পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। নিহত রাকিবুল ইসলাম শান্ত (১৯) প্যারামেডিকেল কলেজের ছাত্রের ছিলেন।
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে
বুধবার (১৭জানুয়ারি) ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুলআমিন জানান, প্রায় ৮ থেকে ৯ বছর আগে শান্তর বাবা মায়ের সম্পর্কের বিচ্ছেদ হয়। শান্ত খিলগাওয়ের বাসায় মা ছালমা বেগমের সঙ্গে থাকতো। সে সাইক ইনিস্টিটিউটে প্যারামেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
এসআই আরও জানায়, প্রায় মায়ের সঙ্গে ঝগড়া হতো শান্তর। মঙ্গলবার রাতে খাবার খেতে বসে ঝগড়া হয় তাদের। পরে রাত ১টার দিকে মায়ের ওপর অভিমান করে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে চাদর দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ভোরে শান্তর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে
সারাবাংলা/এসএসআর/এনএস