Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়াইহাজারে বাস উল্টে আহত ৫০


৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকবাহী বাস উল্টে ৫০ শ্রমিক আহত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া ষ্টিল ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরে আহতদের কাছ থেকে জানা যায়, রূপগঞ্জ উপজেলার ডরগা এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টস থেকে শ্রমিক নিয়ে অভিলাস পরিবহনের বাসটি একই উপজেলার বিশনন্দী এলাকায় যাচ্ছিল। এটি দক্ষিণপাড়া ষ্টিল ব্রিজের সামনে পৌঁছুলে বালু ভর্তি একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং বাসে থাকা ৫০ জন শ্রমিক গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার পর বালুভর্তি ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

সারাবাংলা/এজেডকে/পিএ

আহত নারায়ণগঞ্জ রূপগঞ্জ শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর