Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর প্রশ্নপত্র ফাঁস হবে না: শিক্ষামন্ত্রী


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্‌রাসায় দাখিল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘গতকালের পরীক্ষায় সে সকল অভিযোগ পাওয়া গেছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল নেওয়া হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস রোধে যা যা করা প্রয়োজন সব করা হচ্ছে। আশা করি আর প্রশ্নপত্র ফাঁস হবে না। প্রশ্ন ফাঁস রোধে মিডিয়া ও অভিভাবকদের সহযোগিতা দরকার।’

আরও পড়ুনপ্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

দীপু মনি বলেন, ‘গতকাল শনিবার বিভিন্ন জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বিতরণে ভুল ধরা পড়েছে। ২০১৮ সালের প্রশ্ন বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ সব বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। আমাদের নজরদারি যেভাবে চলছিল তা অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: বড়দের ভুলে ছোটদের ভোগান্তি: একই দিনে ২ বার এসএসসি পরীক্ষা

পরীক্ষা শুরুর পরে ফেসবুকসহ অনলাইনে প্রশ্ন পাওয়া যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘কোনো পরীক্ষার্থী ইচ্ছা করলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর বের হয়ে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দায়িত্বরত শিক্ষকের কাছে প্রশ্নপত্র জমা দিয়ে কেন্দ্র থেকে বের হতে হবে।’

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশেই হবে: শিক্ষামন্ত্রী

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে বকশিবাজারে মাদরাসা-ই-আলিয়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই সচিব, মাদরাসা বোর্ডের চেয়ারম্যানসহ শিক্ষা মন্ত্রণালয়ের দফতর ও সংস্থার কর্মকর্তারা। সবাই কেন্দ্র পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে পরীক্ষা-সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগ না পাওয়া গেলেও পরীক্ষা চলাকালেই পরীক্ষাটির বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ফেসবুকে পাওয়া গেছে। পরীক্ষা শেষে আসল প্রশ্নের সঙ্গে বহুনির্বাচনী প্রশ্নের মিল না পাওয়া গেলেও সৃজনশীল প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই এ বিষয়ে নিজের এবং সরকারের জিরো টলারেন্স নীতির কথা বলে আসছিলেন ডা. দীপু মনি। প্রশ্নফাঁস বন্ধে দু’দিন আগেও সাতক্ষীরার স্টেডিয়াম এলাকা থেকে র‌্যাব এক প্রতারককে গ্রেফতার করেছে।

সারাবাংলা/এমএইচ/একে

আরও পড়ুন

শিক্ষায় আরও বহুদূর যেতে হবে: শিক্ষামন্ত্রী

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান চর্চা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

পরীক্ষার আগে অনৈতিক পথে নামবেন না, প্রশ্নফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর