Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৭


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের বিহারে দিল্লীগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির কেন্দ্রীয় রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার এতথ্য নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

রোববার (৩ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৫২ মিনিটে বিহারের ভাইসালি জেলায় এই দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, দ্রুতগতিসম্পন্ন সিমাচল এক্সপ্রেসটি সোনাপুরের, বারাউনি-বেচওয়ারা-হাজিপুর লাইনে দুর্ঘটনার শিকার হয় এবং ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়। এরপরই ওই রুটে সব ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে।

দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় জেলা হাসপাতাল ও রেলওয়ে হাসপাতালে। রেলওয়ে কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করার ঘোষণা দিয়েছে।

এছাড়া, নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লাখ এবং যারা আশঙ্কাজনক নন তাদের দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার রেল দুর্ঘটনায় শোক জানিয়েছেন ও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রেলমন্ত্রী পিয়ুস গোয়াল উদ্ধার তৎপরতায় জোর দিয়ে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

সারাবাংলা/এনএইচ

ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর