Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ড. কামাল সৌজন্যবোধ হারিয়ে ফেলেছেন’


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের জোটগঠনের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।  তিনি বলেন, ‘এনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ড. কামাল সৌজন্যবোধ হারিয়ে ফেলেছেন।’ রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল প্রধানমনত্রী শেখ হাসিনা গণভবনে রাজনীতিবিদদের সম্মানে একটি চা-চক্রের আয়োজন করেছিলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।  দুঃখজনক হলেও সত্য, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি।  তারা যাবেন না, সেটি আবার তারা চিঠি দিয়েও জানিয়েছেন। ’

বিজ্ঞাপন

বিএনপি ও ড. কামালের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম, ড. কামাল হোসেন বিএনপিকে সৌজন্য বোধ শেখাবেন।  এখন দেখা যাচ্ছে, তিনি বিএনপি নেতাদের শেখানোর পরিবর্তে উল্টো তাদের মধ্যে যে অসৌজন্যমূলক আচারণ, সেটি দ্বারাই প্রভাবিত হয়েছেন।’

সরকারবিরোধীদের রাজনৈতিক সৌজন্যবোধ রক্ষার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন,  ‘বিরোধীদলীয় অনেক নেতাকে দেখি, যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অনেক সময় সামাজিকতা রক্ষা করেন না। রাজনীতি রাজনীতির জায়গায় রেখেও সামাজিক সৌজন্য, সমাজিক ভদ্রতা আমাদের রক্ষা করতে হবে। রাজনৈতিক বিরোধিতা থাকবেই।  রাজনীতির মাঠে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখবেন।  কিন্তু আমাদের মধ্যে সৌজন্যবোধ থাকা প্রয়োজন। বিরোধী রাজনৈতিক নেতাদের মধ্যে সেটি এখন দেখি না। ’

প্রকৃতপক্ষে বিএনপি নেতারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যতদিন বেরিয়ে আসতে পারবে না, ততদিন রাজনীতির হালে পানি পাবে না।’

ঐক্যফ্রন্ট নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে কাগজে দেখলাম, আ স ম রব সাহেব বলেছেন, কর্নেল অলি সাহেব বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন, তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না। ’ তিনি বলেন, ‘কারণ কোনো কিছুর ওপরই তাদের আস্থা নেই। পুলিশের ওপর তাদের আস্থা নেই, নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা নেই, আমাদের সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী—কারও ওপর তাদের আস্থা নেই।  আসলে তাদের নিজেদের ওপর তাদের আস্থা নেই।  তারা নিজেদের উপর নিজেরা আস্থ হারিয়ে ফেলেছেন। আমি তাদের অনুরাধ জানাবো, আগে নিজের ওপর নিজের আস্থা স্থাপন করুন।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মিজানুর রহমান বিটু প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এমএনএইচ

তথ্যমন্ত্রী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর