Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনই ছিল বাংলাদেশ তৈরির লক্ষ্য’


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করাই বাংলাদেশ তৈরির লক্ষ্য ছিল জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতআরুজ্জামান। তনি বলেন, ‘আমরা বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ করেছিলাম একটি ধর্ম নিরপেক্ষ দেশের প্রত্যাশায়।’

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তঃধর্মীয় সম্প্রীতি র‍্যালি উদ্বোধনের সময় উপাচার্য এসব কথা বলেন।

সকল ধর্মের মানুষের সহযোগিতায় এই সম্প্রীতি অর্জনে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন উপাচার্য।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনের একটি নির্দিষ্ট গঠনবিধি রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে। খুব শিগগীরই এই বিষয়ে কাজ শুরু করার আভাসও দেন তিনি।

জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালিটি অপরাজেয় বাংলাদেশের পাদদেশ থেকে শুরু হয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ পেরিয়ে আবার অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী যোগ দেন। র‌্যালির সামনে বিভিন্ন ধর্মের প্রতীকি পোশাকে অংশ নেন বিশ্ব ধর্ম ও সাংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা

সারাবাংলা/এমএ/এসএমএন

'বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ ধর্মগ্রন্থে নারী ঢা‌বি ধর্ম নিরপেক্ষ দেশ