চার বস্তা ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ট্রাক থেকে চারটি বস্তায় ১ হাজার ২৯০ বোতল ফেনসিডিলসহ নাহিদ ও ওমর ফারুক নামে ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ।
রোববার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ির শনির আখড়া ব্রিজের পূর্ব পাশে অবস্থান করা একটি ট্রাক থেকে ফেনসিডিল জব্দ ও মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ডিবির মাদক উদ্ধার প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার রবিউল আলম লেলিন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোররাতে যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় একটি ট্রাকের ভেতর চারটি বস্তায় থাকা ১ হাজার ২৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় ২জন মাদক বিক্রেতা আটকের পর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।’
সারাবাংলা/এসএইচ/এমও