Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আজই মুক্তি পাচ্ছেন নির্দোষ জাহালম’


৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় কারাবন্দি নির্দোষ জাহালম আজ (রোববার, ৩ ফেব্রুয়ারি) রাতেই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।  এর আগে একইদিন জাহালমকে সব মামলা থেকে অব্যাহতি দিয়ে আজই মুক্তি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

প্রসঙ্গত,দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভুলের কারণে দোষী সালেকের পরিবর্তে টাঙ্গাইলের যুবক জাহালম গত তিন বছর ধরে বিনাদোষে জেল খাটছেন।

জাহালমের আইনজীবী অমিত দাসগুপ্ত রোববার বিকেল সাড়ে ৫টায় সারাবাংলাকে বলেন, ‘হাইকোর্টের একটি বেঞ্চ জাহালমকে আজকেই মুক্তি দিতে আদেশ দেন।  এরপর  বিকেল ৫টার দিকে সব ধরনের প্রসিডিউর মেইনটেইন করে কাগজপত্র ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।  কারা কর্তৃপক্ষকে স্পেশাল মেসেজ করা হয়েছে। কেরানীগঞ্জের কারাগারে সব ঠিকঠাক করে মুক্তির আদেশের কপি স্পেশালভাবেই কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। এরপর জাহালম কারাগার থেকে মুক্তি পাবেন।  তবে আজ রাতেই তিনি মুক্তি পাবেন।’

এই আইনজীবী আরও বলেন, ‘এই কাগজপত্র কাশিমপুর কারাগারে যেতে সময় লাগবে।  রাত ৮টার দিকে কাগজপত্র পৌঁছালেও জাহালমের কারাগার থেকে বের হতে হতে রাত ৯ টা বা ১০ বেজে যেতে পারে। সেক্ষেত্রে কারা কর্তৃপক্ষ আগেই জাহালমকে অফিস কক্ষে নিয়ে রাখতে পারে।’

জাহালমের মুক্তির বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, ‘হাইকোর্টের আদেশের কপি জজকোর্ট হয়ে কেন্দ্রীয় কারাগারে আসবে।  এখনো সেই কপি হাতে পাইনি। হাতে পেলে আমরা জাহালমকে মুক্তি দিতে কাশিমপুর কারাগারে পাঠাব। জাহালমকে মুক্তি দিতে সব বিষয়ে জেনেছি। তবে কাগজপত্র ছাড়া তো  কিছুই করতে পারব না।  আদালতের নির্দেশে আমরা আসামি রাখি, আদালতের নির্দেশনা মেনেই ছেড়ে দেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ভুল আসামি জাহালমকে আজই মুক্তির নির্দেশ

আজ রাতেই জাহালমের মুক্তি মিলবে কি না, জানতে চাইলে  মাহবুব আলম বলেন, ‘সবকিছু নির্ভর করছে আদালতের নির্দেশনা হাতে পাওয়ার ওপর।’

কারাসূত্র জানায়, সাধারণত একজন আসামির জামিনের কাগজপত্র কারাগারে গেলে ওই আসামিকে বিকেলে লকআপে ভরিয়ে গণনা শেষে তালা লাগানোর আগেই তাকে অফিস কক্ষে ডাকা হয়।  লকআপ লাগানোর পর সাধারণত কোনো আসামিকে আর বের করা হয় না।  এরপর আদালত থেকে কোনো জামিন নামা আসলেও তাকে পরের দিন লকআপ খোলার আগেই তাকে ডাকা হয়। জাহালমের বেলায় জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে যেতে অন্তত রাত ৮টা বেজে যেতে পারে। সেক্ষেত্রে আজ যদি তাকে মুক্তি দেওয়া হয় তবে তাকে বিকেল বেলা লকআপে তালা লাগানোর আগেই অফিস কক্ষে নিয়ে আসা হয়েছে।  আর যদি না আনা হয় তবে তার মুক্তি আগামীকাল সকালে মিলবে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার দেওয়ান মো. তারিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।  তবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘আদালতের আদেশ হাতে পেলে সব ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির ঘটনায় সালেক নামে এক ব্যক্তির নামে দুদকের দায়ের করা ৩৩ টি মামলার মধ্যে ২৬টিতে অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশ ২০১৬ সালে ভুল করে সালেকের পরিবর্তে টাঙ্গাইলের জাহালমকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে আদালতের রায়ে জাহালম ৩ বছর ধরে সাজা খাটছেন।  এ নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিক ‘স্যার আমি সালেক না, জাহালম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন হাইকোর্টের একটি বেঞ্চের নজরে আনেন আইনজীবী অমিত দাসগুপ্ত। এরপর রোববারের (৩ ফেব্রুয়ারি) মধ্যেই জাহালমকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

আইন-আদালত কারামুক্তি জাহালম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর