এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চাঁদপুরে ১০ জনকে অব্যাহতি
৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে চার কেন্দ্র সচিবসহ ১০ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও কর্তব্যে অবহেলার দায়ে দুই শিক্ষককে শাস্তি হিসেবে দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া এসব আদেশ দেন। আদেশে চার কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং একই আদেশে ওই কেন্দ্রগুলোতে নতুন করে কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৯ পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী পরীক্ষা পরিচালনায় চরম অদক্ষতা, অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রেক্ষিতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিবরা হলেন : এস.এস.সি পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৩ (বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ) এর কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. আবু তাহের মজমুদার, পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৪ (রাজারগাঁও উচ্চ বিদ্যালয়) এর কেন্দ্র সচিব মো. শাহ পরান, পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৬ (রামপুর উচ্চ বিদ্যালয়) এর কেন্দ্র সচিব মো. কবির হোসেন ও পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৭ (আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়) এর কেন্দ্র সচিব মো. মনিরুজ্জামান পাটওয়ারী।
এসব পরীক্ষা কেন্দ্রে নতুন করে নিয়োগ পাওয়া কেন্দ্র সচিবরা হলেন : মো. দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহ এমরান হোসেন মজুমদার ও সরোয়ার জাহান। সোমবার (৪ ফেব্রুয়ারি) থেকে তারা নতুন দায়িত্ব পাওয়া কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় অব্যহতি পাওয়া ৬ শিক্ষক হলেন : সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আমেনা বেগম ও জসিমউদ্দিন, রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিলা মাদ্রাসার মো. আবদুল্লাহ, বাকিলা উচ্চ বিদ্যালয়ের দিপ্তি রানী সাহা, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রহল্লাদ চন্দ্র রায় ও বিমল চন্দ্র দাস।
এছাড়া হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদ্রাসা ইংরেজি শিক্ষক মহসিন ও গণিতের শিক্ষক বদরুদ্দোজা কিরণকে শাস্তিমূলক বদলী হিসেব হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, দায়িত্বে অবহেলার দায়ে শনিবার (২ ফেব্রুয়ারি) রাতেই ৬ জন শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া রোববার পরীক্ষার দায়িত্বে থাকা চার কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএমএন