Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসি উপ-নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত: ইসি


১৭ জানুয়ারি ২০১৮ ১৪:২০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের সব কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বুধবার দুপুরে (১৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ।

তিনি জানান, আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। কিন্তু এ উপ-নির্বাচন নিয়ে তাদের সব ধরনের প্রস্তুতি কাজ বন্ধ থাকবে।

তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার সময় কোনো আইনি জটিলতা ছিল না। তবে এখন হাইকোর্টের নির্দেশ আসায় আমরা এ সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করেছি।’

প্রার্থীদের মনোনয়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা মনোনয়ন পত্র নিয়েছেন তাদের পরবর্তীতে নতুন করে মনোনয়ন নিতে হবে না।’

এ পর্যন্ত মেয়র পদে ১৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১২জন, সংরক্ষিত পদে ৭১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে বুধবার সকাল পর্যন্ত কেউ মনোনয়নপত্র  জমা দেয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন: ডিএনসিসি উপ-নির্বাচন স্থগিত
সারাবাংলা/এসও/এনএস/জেডএফ

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর