Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের পরদিন হাত-পা বাঁধা এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার


৩ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের একটি ঝোপ থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের একটি শিম গাছের ঝোপ থেকে নূর মাওলা বাদশা নামে ওই শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চর জব্বর থানায় সাধারণ ডায়েরি করছে তার পরিবার।

নূর মাওলা বাদশা চরক্লার্ক ইউনিয়নের মো. রফিক উল্যাহর ছেলে। সে এ বছর কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশও নেয় সে। রোববার তার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার কথা ছিল।

কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবুল কালাম জানান, শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় জনতা বাজারে নাস্তা খেয়ে বাড়ী যাওয়ার পথে মুখোশ পরিহিত ২/৩ জন ছেলে মাথায় বাড়ি দিলে, সে অজ্ঞান হয়ে যায়। পরে রোববার সকাল ১০ টায়, স্থানীয় এক নারী শিম পাড়তে গেলে বাদশাকে সেখানে পড়ে থাকতে দেখেন। তার হাত বা বাঁধা ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিলো।

নোয়াখালী জেনারেল হাসপাতাল এর আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মুমূর্ষ অবস্থায় বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রযোজনীয় চিকিৎসা চলছে তবে ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বাদশার চাচা মো. নূরনবী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর