Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাংস আমদানি বন্ধে ব্যবস্থা নেবে সরকার’


১৭ জানুয়ারি ২০১৮ ১৪:২৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মাংস আমদানির বিপক্ষে আমাদের অবস্থান উল্লেখ করে মৎস্য  ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন,  ‘সরকার মাংস আমদানি বন্ধে ব্যবস্থা নেবে।’

সচিবালয়ে বুধবার (১৭ জানুয়অরি) মৎস্য  ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাংস আমদানি করতে কোনো আইনি সুযোগ থাকলে সেটি রোধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার দেশীয় গবাদি পশুর মাংস যাতে কম দামে পাওয়া যায় সে জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমাদের দেশের খামারিগুলোরোকে টিকিয়ে রাখতে হবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশ এই খাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে।’

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮। এটি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এ বছর প্রাণিসম্পদ সপ্তাহ উদ্ধোধন করবে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এই সেবা সপ্তাহের শ্লোগান— ‘সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত আমিষ নিশ্চিতকরণ’।

তিনি আরও বলেন,  ‘সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়ছে। গত ৫ বছরে দুধ ৩৪ লাথ ৬০ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। মাংস ২৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন হয়েছে। একই সময়ে ডিম ৭৩০ কোটি ৩৮ লাখ পিস থেকে বেড়ে ১ হাজার ৪০৯৩ কোটি ৩১ লাখ পিস হয়েছে। এর ফলে বর্তমানে দেশের জনগণের মাঝে জনপ্রতি দুধ, মাংস ও ডিম গ্রহণের পরিমাণ বেড়েছে।’

সারাবাংলা/জিএস/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর