Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে যৌতুকের দাবিতে নববধূকে শ্বাসরোধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩ ফেব্রুয়ারি) উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত নববধূর নাম রুমা আক্তার। সে ওই গ্রামের মোহর আলীর মেয়ে।

অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় স্থানীয় পুলিশ মামলা দায়ের ও অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের জন্যে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে।

মৃত রুমার স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমাউন জানান, গত দুইমাস আগে মতিনের ছেলে কাউসারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রুমার। বিয়ের পর থেকে কাউসার ব্যবসার কথা বলে রুমার পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে প্রায় সময় দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হতো।

রোববার বিকেলে কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় স্বামী। সন্ধ্যায় প্রতিবেশীরা তাকে ডাকলে সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে ঘরের বিছানাতে লাশ পড়ে আছে।

পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত রুমার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসবি/পিএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর