উখিয়ার পাহাড় থেকে রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার
৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে খতিজা বেগম (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুতুপালংয়ের হাঙ্গরঘোনা পাহাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে খতিজা বেগমের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও সে যে রোহিঙ্গা শরনার্থী তা নিশ্চিত করেছে পুলিশ।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, হাঙ্গরঘোনা এলাকার প্রবাসী সৈয়দ আলমের বাড়ীতে কাজের মেয়ে হিসেবে কাজ করতো খতিজা। সেখান থেকে তিনদিন আগে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরে রোববার সন্ধ্যায় পাহাড়ী জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে খতিজার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সারাবাংলা/এসএমএন