Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে টিভির সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির বিশেষ প্রতিনিধি এম এম সেকান্দারকে কে বা কারা তার বনশ্রীর বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

তার স্ত্রী নীলুফার ইয়াসমিন সারাবাংলাকে জানিয়েছেন, সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ২.৩০টার দিকে র‌্যাব পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়।

নীলুফার ইয়াসমিন বলেন, বাড়ির দাড়োয়ানকে মারধর করে তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে কয়েকজন। তাদের পরনে ছিল র‌্যাবের পোশাক। দরজা না খোলায়, তারা দরজা ভেঙে তার স্বামীকে তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, তার স্বামী গাড়ি অ্যাকসিডেন্ট করেছে বলে জানায় কথিত র‌্যাব সদস্যরা। তবে তারা প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেনি।

এই ঘটনার সময় তাদের বাসার নিচে র‌্যাব-০২ এর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে দাবি করেছেন নীলুফার।

সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এম এম সেকান্দারের প্রতিষ্ঠান একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, তিনিও এমনটাই শুনেছেন ।

এদিকে হাতিরঝিল থানার পুলিশ সূত্রে জানা যায় , সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে হাতিরঝিল থানায় এম এম সেকান্দারকে আসামি করে মামলা দায়ের করা আছে।

সারাবাংলা/ইউজে/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর