Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমি কি শামীম ওসমানকে ফোন করব মারামারি করতে?’


১৭ জানুয়ারি ২০১৮ ১৫:১০

সারাবাংলা করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদ ইস্যুতে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার অনুসারীদের ওপর  সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীদের হামলা ও পরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সাথেও তার কথা হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার (১৭ জানুয়ারি) সকালে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি দুই জনকেই (আইভী, শামীম ওসমান) ফোন করেছি। যেন এই ঘটনা বন্ধ করা হয়। নারায়ণগঞ্জের ঘটনার তদন্ত চলছে, যারাই জনসম্মুখে পার্টির ভাবমূর্তি ভায়োলেন্সের মাধ্যমে নষ্ট করেছে, যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে যে বা যারাই অপরাধী হোক, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, বলেন ওবায়দুল কাদের।

‌তি‌নি আরও বলেন, ‘আমাকে যখন নারায়ণগঞ্জের এসপি ঘটনা জানান, তখন আমি দুই জনকেই (সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান) ফোন করে বলেছি, অনভিপ্রেত ঘটনা স্টপ করতে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দুইপক্ষকেই ডাকব এবং বিষয়টি খতিয়ে দেখব।’

‘ঘটনার আগে টেলিফোনে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়েছে’- শামীম ওসমানের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি কি শামীম ওসমানকে ফোন করব মারামারি করতে? আমি তাকে মারামারি বন্ধ করতে ফোন করেছি।’

‘এমন প্রাকটিস বন্ধ করতে হবে’- বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ওখানে যদি অস্ত্রের ব্যবহার হয় এবং গোলা-গুলি হয়,  তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি খোঁজ-খবর নিচ্ছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এখানে সমস্যা তো মাঝে মাঝে হয়। তাদের এ সমস্যায় সিটি করপোরেশনের শান্তিপূর্ণ পরিবেশও নষ্ট করেনি, আমাদের বিজয়েও বাধা হয়নি, ভোট ব্যাংকেরও ক্ষতি হয়নি। তবে যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। দলের অভ্যন্তরীণ কলহ জনসম্মুখে আসা খুবই খারাপ দৃষ্টান্ত হয়েছে। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি।’

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি খোঁজ-খবর নিচ্ছি। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমএমএইচ/আইজেকে/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর