যমুনা ফিউচার পার্কে ৬ রেস্টুরেন্টকে ১৬ লাখ টাকা জরিমানা
৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০২
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ছয়টি রেস্টুরেন্টকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ ফেব্রুয়ারি) ভেজালবিরোধী এই অভিযান চালানো হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে মোগল মহল রেস্টুরেন্টকে চার লাখ টাকা, ইন্ডিয়ান কিচেন রেস্টুরেন্টকে দুই লাখ টাকা, আরসালান রেস্টুরেন্টকে একলাখ,
ডোমেস্টিক ইন্ডিয়ান স্পাইসিকে ছয় লাখ এবং কিং বার্গার ও কিং ফিস রেস্টুরেন্টকে দেড় লাখ করে তিন লাখসহ মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
সারোয়ার আলম বলেন, শুরুতে বার্গার কিং রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। সেখানে তেমন কোনো অনিয়ম পাওয়া যায়নি। তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে।
পরে মোগল মহল ইন্ডিয়ান স্পাইসি রেস্টুরেন্ট, ডোমেস্টিক ইন্ডিয়ারসহ মোট ছয়টি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছি। এসব রেস্টুরেন্টে পচা বিরিয়ানি ও পোড়া তেল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। আমাদের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত হবে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/এসএইচ/একে