প্রতিশোধ নিতেই শিশু হালিমাকে হত্যা করে চাচা
৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:০৫
।। ডিস্ট্রিক্ট করেস্পন্ডেন্ট ।।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়াতে শিশু হালিমা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হালিমার মা খাদিজাকে কুপ্রস্তাব দিয়ে সাড়া না পাওয়াতে তার উপরে প্রতিশোধ নিতে চাচা হালিম শিশুটিকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গত ০২ ফেব্রুয়ারি শহরের ভবঘুরে এলাকা থেকে তিন বছরের শিশু হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাতে শিশুটির মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত চালিয়ে এক পর্যায়ে একই বাড়ির হালিমার চাচা হেলাল মিয়াকে আটক করা হয়।
আরো পড়ুন: বাড়ির কাছেই দুই ভবনের মাঝে পড়ে ছিল শিশু হালিমার মরদেহ
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে হেলাল জানায়, দীর্ঘদিন পূর্বে সে খাদিজা বেগমকে কুপ্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়াতে এবং পারিবারিক কলহের জের ধরেই ১ মাস আগে শিশু হালিমাকে হত্যা পরিকল্পনা করা হয়। ঘটনার দিন সকালে কৌশলে হালিমাকে বাড়ি থেকে চিপস দেওয়ার কথা বলে সহযোগী রুবেলের সহায়তায় তাকে হত্যা করা হয়। হত্যার পরে লাশটি বহুতল ভবনের মাঝে ফেলে দিয়ে আসা হয়।
এ ঘটনায় ইতিমধ্যেই শিশুটির চাচা হেলাল মিয়া ও তার সহযোগি রুবেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি শহরের ভাদুঘরে নিখোঁজের পরে খুন হয় শিশু হালিমা। সে ভাদুঘর এলাকার রাজমিস্ত্রী আমির হোসেন এর মেয়ে।
সারাবাংলা/এসবি