পতন থেমেছে পুঁজিবাজারে
৪ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: টানা তিন দিন পর পুঁজিবাজারে পতন থেমেছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে দুই পুঁজিবাজারের লেনদেন।
এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএই) প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। একই অবস্থা আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। পরপর তিন দিন দরপতনের পর সূচকের এই ঊর্ধ্বমুখীতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে, গত ২৯ জানুয়ারি বুধবার থেকে টানা তিন কার্যদিবস ডিএসইতে সূচক ছিল নিম্নমুখী। এ সময় দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই সূচক হারিয়েছে ১২৩ পয়েন্ট। তবে সূচকের এই পতনকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, নতুন বছরের প্রথম থেকেই পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এই অবস্থায় বাজারে মুল্য সংশোধন জরুরী ছিল। টানা তিন দিন শেয়ারের দাম কমার মধ্যে দিয়ে পুজিবাজারে মূল্য সংশোধন হয়েছে। আর সোমবার মূল্য সংশোধন শেষে পুঁজিবাজার আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবু আহমেদ সারাবাংলাকে বলেন, জানুয়ারির শুরু থেকে শেয়ারের দাম বাড়ায় অনেক বিনিয়োগকারী লাভজনক অবস্থানে ছিল। এই অবস্থায় অনেক বিনিয়োগকারী লভ্যাংশ তুলে নেওয়ার কারণে পুঁজিবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে।
তিনি বলেন, সোমবার মূল্য সংশোধন শেষে আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে পুঁজিবাজার। এ নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজার স্বাভাবিক রয়েছে।
সোমবার ডিএসইতে ৩৪৭টি কোম্পানির ২০ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন, ডিএসইতে ৮৮৯ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২১৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো— ইউনাইটেড পাওয়ার, বিএসসিসিএল, কেপিসিএল, সিঙ্গার বিডি, মেঘনা পেট্রোলিয়াম, বারাকা পাওয়ার, মুন্নু সিরামিকস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সু., গ্রামীণফোন ও পাওয়ার গ্রিড।
দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— পাওয়ার গ্রিড, ডেসকো, মুন্নু স্টাফলার, মুন্নু সিরামিকস, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, তিতাস গ্যাস, সিম টেক্সটাইল, সুহৃদ ইন্ডাট্রিজ বিবিএস ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো— এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, নরদার্ন ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।
সারাবাংলা/জিএস/জেএএম