Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু আয়েশা হত্যা: বৃহস্পতিবারের মধ্যেই চার্জশিট দিতে আল্টিমেটাম


৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪০

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: দুই বছরের শিশু আয়েশা মনিকে ধর্ষণের পরে হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট। বৃহস্পতিবারের মধ্যে চার্জশিট এবং পোস্টমর্টেম রিপোর্ট ভুক্তভোগীর হাতে না দিলে আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গেন্ডারিয়া থানায় স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে আজ এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

মানব বন্ধনে আয়েশার মা-বাবা মেয়ে হত্যার বিচার চেয়েছেন। এসময় আয়েশার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন।

অনুষ্ঠানে বক্তব্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ সৃষ্টির জায়গাতে কাজ করে যেতে হবে।

মানব বন্ধনে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের আহবায়ক শিবলী হাসান বলেন, ধর্ষক ও খুনি নাহিদকে মানসিকভাবে অসুস্থ প্রমাণের মাধ্যমে বিচারকে বাধাগ্রস্ত করার একটা প্রয়াস দেখা যাচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া ভুক্তভোগীর পরিবারের অধিকার। কিন্তু আয়েশা মনির পরিবারকে তা দিতে কেনো নানা অজুহাত দেখানো হচ্ছে তা নিয়ে প্রশাসনকে জবাব দিতে হবে।

উল্লেখ্য, দুই বছরের শিশু আয়েশা মনিকে রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ সেন এলাকাতে গত ৫ জানুয়ারি ধর্ষণের পরে তিনতলা থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত নাহিদ বর্তমানে পুলিশ কাস্টডিতে আছে।

প্রসঙ্গত কিছুদিন আগে আয়েশার মায়ের একা ব্যানার ধরে দাঁড়িয়ে বিচার চাওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক নাড়া দেয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাস্কর রাশা, যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট এর যুগ্ম আহবায়ক সৈকত আমিন, গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর কোষাধ্যক্ষ কাজী রিতা, আন্দোলন কর্মী অপরাজিতা সঙ্গীতা, সানজিদা কাজী, শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে বিদ্যুদ্বিকাশ মজুমদার অপু, রামিম। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন মানবাধিকার কর্মী খুশি কবিরের সংগঠন ‘নিজেরা করি’, প্ল্যান ইন্টারন্যাশনাল, তরুণ আইনজীবীদের সংগঠন ‘আইনসেবা’, নারীপক্ষ, বাংলাদেশ ছাত্রলীগ জাসদ, উইমেন হিলস ফেডারেশন।

সারাবাংলা/এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর