মক্তবের শিক্ষকতা ছেড়ে ইয়াবা বিক্রি
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: এক বছর আগেও নরসিংদী জেলার কাঁঠালিয়া ইউনিয়নের দক্ষিণ নোয়াকান্দি গ্রামের মক্তবে শিশুদের আরবি পড়াতেন আব্দুল মান্নান। তবে এখন তিনি ইয়াবা বিক্রেতা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী মোড়ে আব্দুল মান্নান ইয়াবাসহ ধরা পড়েছেন পুলিশের হাতে। তার কাছ থেকে ৫৩০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
এসআই মনিরুল ইসলাম সারাবাংলাকে জানান, বাড়তি আয়ের লোভে আব্দুল মান্নান জড়িয়ে পড়েন ইয়াবা পাচারে। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকা-নরসিংদিসহ বিভিন্নস্থানে বিক্রি করতেন তিনি। ‘কাঁচা টাকার’ নেশায় একসময় মক্তবে শিক্ষকতার পেশা ছেড়ে দেন।
‘আব্দুল মান্নান একজন কোরআনে হাফেজ। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি ৩০ পারা কোরআনে হাফেজ। কওমি মাদ্রাসা থেকে এসএসসি সমমান পর্যন্ত পড়ালেখা করেছেন। অভাবে পড়ে তিনি গত একবছর ধরে ইয়াবা পাচারে নেমেছেন। টেকনাফে জনৈক আবদুল্লাহর কাছ থেকে ইয়াবা নিয়ে তিনি যাচ্ছিলেন নরসিংদি।’ বলেন মনিরুল। আব্দুল মান্নানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে বলেও তিনি জানান।
সারাবাংলা/আরডি/এসএমএন