Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লামায় হঠাৎ আগুনে ৩১ দোকান পুড়ে ছাই


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবান: বান্দরবানের লামার রুপসীপাড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থে‌কে লাগা আগুনে ৩১টি দোকান পুড়ে গেছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে স্থানীয় জনতা ও রুপসীপাড়া ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে লামা ও আলীকদম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টার চালিয়ে আগুন নেভায়।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে, জানিয়ে‌ছেন ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন জীব চাকমা জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থে‌কে আগুনের সূত্রপাত হয়। রাত ৩টা ৫০মিনিট ফোন পে‌য়ে আমরা সাড়ে ৪টায় ঘটনাস্থলে উপস্থিত হই। দোকানগুলো টিন ও কাঠের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মোট ৩১টি দোকান পুড়ে গে‌ছে।’

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মতিউর রহমান, আবেদ আলী বলেন, তাদের সব গেছে। দোকান থেকে একটি জিনিসও বের করতে পারেননি। ব্যাংক ও এনজিও থে‌কে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন তাদের অনেকেই। তাই এই ঋণের টাকা কীভাবে শোধ করবেন সেটাই সবচেয়ে চিন্তার বিষয়। সরকারের কাছ থেকে সহায়তাও চেয়েছেন তারা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। মধ্যরাতে আগুন লাগার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়ে‌ছে।

সারাবাংলা/এসএমএন

আগুন দোকান পুড়ে ছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর