Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ বিরোধী দলশূন্য, এর জন্য দায়ী বিএনপি: মোহাম্মদ নাসিম


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আজকের বাংলাদেশের রাজনীতি বিরোধী দলশূন্য। এর জন্য একমাত্র দায়ী বিএনপি।’ মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সুরঞ্জিত সেন গুপ্তের ২য় মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ নাসিম বলেন, ‘আজকে বিএনপির ভুলের জন্য, জামায়াতকে তাদের সঙ্গ দেওয়ার জন্য, রাজনীতিতে উসকানি দেওয়ার জন্যে দেশবাসীকে চরম খেসারত দিতে হচ্ছে।’

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষ যে অসাম্প্রদায়িকতার বাংলাদেশের স্বপ্ন দেখে, সেটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা করে যাচ্ছি।  তাই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে  এই অসাম্প্রদায়িকতার পক্ষে ভোট দিয়েছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপি যদি জামায়াতকে ত্যাগ না করে তবে চিরদিনের জন্য রাজনীতিতে আসতে পারবে না।  আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হলো এ সংসদের মাধ্যমে জামায়াতকে পুরোপুরি নিষিদ্ধ করা।  এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোনো অনিয়মের চিত্র প্রতিফলিত হয়নি।  অথচ বিএনপি শুধু শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে সংসদের বাইরে থাকতে চায়। তারা জনগণের প্রতিনিধিত্ব করবে কীভাবে? আমি তাদের (বিএনপি) বলব, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে সংসদে আসুন।  জনগণের কথা বলুন। আপনাদের যে আটজন নির্বাচিত হয়েছেন, তারাও সংসদে এসে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শারাহ বেগম কবরী, জয়া সেনগুপ্ত এমপি, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এমএনএইচ/

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর