Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থমন্ত্রীর কাছে দ্বৈতকর প্রত্যাহারের প্রস্তাব


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: অর্থমন্ত্রীর কাছে দ্বৈতকর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কার্যালয়ে তার সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন সংগঠনটির নেতারা। সেইসঙ্গে বীমা খাতের উন্নয়নে বিভিন্ন দাবিদাওয়াও তুলে ধরেন তারা।

অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী বলেছেন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে বসবেন। ভ্যাট, ট্যাক্স ইত্যাদি নানা সমস্যা রয়েছে। রিইন্স্যুরেন্স কমিশনের উপর দ্বৈত ভ্যাট রয়েছে। এটা ঠিক নয়।’

বিজ্ঞাপন

এসময় অর্থমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য ও দাবি লিখিতভাবে তুলে দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতারা। সেখানে যেসব দাবি জানানো হয়েছে সেগুলো হলো-বাধ্যতামূলক বীমা করণ, ব্যাংকের ঋণগ্রহীতাদের জীবনবীমা পলিসি বাধ্যতামূলক করা, জীবন বীমা পলিসি হোল্ডারদের মুনাফার উপর ৫ শতাংশ গেইন ট্যাক্স কর্তন না করা এবং মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউট এর বীমা করার অধিকার রহিত করা ইত্যাদি।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী দেশের সকল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি হোল্ডারদের মুনাফার উপর ৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপ করার ফলে দেশের সকল লাইফ ইন্স্যুরেন্স এর পলিসি হোল্ডারদের সংখ্যা কমে গেছে। গ্রাম-গঞ্জের ক্ষুদ্র পলিসি হোল্ডারদের ঝুঁকির বিষয় মুনাফার সম্পর্কে সুবিধার কথা বুঝিয়ে তারপর পলিসি বিক্রি করা হয়। ক্ষুদ্র পলিসি হোল্ডারদের মুনাফার উপর ৫ শতাংশ গেইন ট্যাক্সের যে বিধান চালু হয়েছে তা যদি উঠিয়ে নেওয়া না হয় তাহলে দেশে লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্য প্রতিনিয়ত কমতে থাকবে এবং কোম্পানিগুলোর পক্ষে টিকে থাকা কষ্ট হবে।

সারাবাংলা/জেজে/এসএমএন

দ্বৈত কর বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন