Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের স্থিতিশীলতায় হুমকি রোহিঙ্গা সংকট: পররাষ্ট্রমন্ত্রী


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার অমঙ্গল হবে এবং বিশ্বের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট হুমকি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা সফররত কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রি’র সঙ্গে বৈঠকের পর  এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। রোহিঙ্গা সংকট জিইয়ে থাকলে বিশ্বের স্বার্থ বিঘ্নিত হবে, সবার জন্য অমঙ্গল হবে। সকলের স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট একটি হুমকি।’

রোহিঙ্গা সংকট মতো সিরিয়াস বিষয় সহজেই সমাধান হবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রাখাইনে এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এখনো সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা প্রয়োজন সব করবো।’

রোহিঙ্গা একটি সিরিয়াস ইস্যু উল্লেখ করে তিনি বলেন, ‘এটি অগ্রাধিকারমূলক বিষয়। এই বিষয়ে অনেক আলাপ করতে হবে, আলাপ করে সমাধানে পৌঁছতে হবে। এই সমস্যা সহজেই সমাধান হবে না। মিয়ানমার বাংলাদেশের বন্ধু দেশ। তারা যদি বন্ধুত্বের প্রতিফলন দেয় তবে এই সমস্যা সহজেই মিটে যাবে।’

এসময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রি বলেন, ‘নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই জরুরি। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, তবে নিরাপত্তা এবং নাগরিক অধিকার দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর