Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপা কখনোই ধ্বংসাত্মক রাজনীতি করবে না: জিএম কাদের


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:২১

।।  স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সংসদে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জাতীয় পার্টি (জাপা) জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘বিরোধিতার নামে জাতীয় পার্টি কখনোই ধ্বংসাত্মক রাজনীতি করবে না।’ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনে জাপার নারী সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনো সময়ে সংসদে যোগ দেবেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন বোর্ড একটি তালিকা পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর হাতে তুলে দেবে।’

পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।  সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি মনোনীত অনেক প্রার্থীই নির্বাচনে বিজয়ী হবেন। তবে স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ও দলের জন্য অবদানের বিষয়টি বিবেচনা করেই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। ’

প্রসঙ্গত, মোট ৫৮ জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার ২৮ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। আগামীকাল বাকিদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য ও পার্টির প্রেসিডিয়াম সদস্য—গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল  ইসলাম চৌধুরী, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি

সারাবাংলা/এএইচএইচ/এমএনএইচ

জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর