Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিকত্ব দিয়েই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: অ্যাঞ্জেলিনা জোলি


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঢাকা: রোহিঙ্গারা নির্যাতিত। তাদের নাগরিকত্ব দিয়েই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে। এর আগ পর্যন্ত আন্তর্জাতিক মহলকে রোহিঙ্গাদের পাশে থাকার অনুরোধ জানান জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৫ এ এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এই হলিউড অভিনেত্রী।

অ্যাঞ্জেলিনা জোলি আরো বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। বাংলাদেশে এসে রোহিঙ্গারা নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে, যা তারা নিজের দেশ মিয়ানমারে পায়নি। এতোগুলো মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহমর্মিতার পরিচয় দিয়েছে।

রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি।

এর আগে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত কুতুপালংয়ের ক্যাম্প-৪ এ অবস্থান করেন অ্যাঞ্জেলিনা জোলি। এরপর তিনি ক্যাম্প-৫ এ সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর