৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অস্ট্রেলিয়ান শিক্ষামেলা-২০১৯’
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা-২০১৯’ শীর্ষক এক শিক্ষামেলা। প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২-এ হোটেল আমারির বলরুমে অনুষ্ঠিত হবে এ শিক্ষা মেলা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা।
অস্ট্রেলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ মেলায় উপস্থিত থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনিত শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন করবেন। উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলোর মধ্যে আছে- অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ডিকিন বাংলা ইউনিভার্সিটি, এডিথ কাওয়ান ইউনিভার্সিটি, গ্রিফিথ ইউনিভার্সিটি, লাট্রোব ইউনিভার্সিটি, ম্যাককুয়্যারি ইউনিভার্সিটি, মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনলোজি, মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যানবেরা, ইউটিএস ইনসার্চ, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, ইউনিভার্সিটি অব ওলংগং এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেলবোর্ন।
আসন্ন মেলা সম্পর্কে প্যাক এশিয়ার বাংলাদেশ প্রতিনিধি প্রদীপ রায় জানান, মেলায় শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থার সব ধরনের তথ্য তুলে ধরা হবে। বাংলাদেশে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হলেও সঠিক তথ্য ও দিক নির্দেশনা না পাওয়ার কারণে দীর্ঘদিনের স্বপ্ন পুরণে ব্যর্থ হচ্ছেন। এ কারণে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীর স্বচ্ছ ধারণা থাকতেই হবে। আর এইসব বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবারের অস্ট্রেলিয়া শিক্ষামেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ, পার্ট টাইম কাজের সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, স্পনসরশিপ, ভ্রমণ ও বাসস্থান, আইইএলটিএস প্রস্তুতি ও রেজিস্ট্রেশনসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানাতে মেলায় প্যাক এশিয়ার বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন।
সম্পুর্ন উন্মুক্ত এই মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য এই https://tinyurl.com/australianexpo2019 লিঙ্কে ক্লিক করে প্রাক-নিবন্ধন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা মেলায় উপস্থিত হয়ে অন স্পট অ্যাপ্লিকেশন করলে আবেদন ফি ছাড়ের সুযোগ পাবেন। মেলা পরিদর্শন করতে থাকছে না কোনো প্রবেশ মূল্য। তবে ব্যাগ নিয়ে মেলাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। এজন্য আগ্রহী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়েজনীয় কাগজপত্র একটি ফাইলে করে সঙ্গে আনতে হবে। মেলা উপলক্ষে কয়েকটি উইনিভার্সিটি ৫০ ভাগ পর্যন্ত স্কলারশিপেরও ঘোষণা দিয়েছে।
প্রসঙ্গত, ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায় পড়াশোনার মান এখন আকাশছোঁয়া। শিক্ষাব্যবস্থা ও গুণগত মানের দিক দিয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যেই রয়েছে অস্ট্রেলিয়া। এজন্য প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী লেখাপড়ার জন্য সে দেশে পাড়ি জমাচ্ছেন। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালগুলোর সাতটির অবস্থানই অস্ট্রেলিয়ায়। এ ছাড়া অস্ট্রেলিয়া জুড়ে আরও রয়েছে ৪১টি বিশ্ববিদ্যালয়সহ ১ হাজার ১০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে মেধাবী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় আছে শিক্ষাবৃত্তির সুযোগ। বিদেশি শিক্ষার্থীদের জন্য সেদেশের সরকার প্রতিবছর ২৫ কোটি ডলার পর্যন্ত শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। আর এসব সুবিধা ছাড়াও উচ্চডিগ্রি অর্জনের পর সেখানে একটি ভালো চাকরির পাশাপাশি স্থায়ী ভাবে বসবাসের সুযোগ তো থাকছেই। তাই বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা ভিড় করছে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দেশটিতে অপেক্ষা করছে তাদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং উন্নত শিক্ষার পরিবেশ। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নাম্বারে: ০১৭১৩২৪৩৪২২, ০১৭১৩২৪৩৪১৬
সারাবাংলা/এইচএ/এমআই