Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্দোষ জাহালমের কারাভোগ দুঃখজনক: তথ্যমন্ত্রী


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্দোষ জাহালমের কারাভোগের বিষয়কে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্দোষ হয়েও জাহালমকে যে তিন বছর কারাভোগ করতে হয়েছে।  এ ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত।  দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে আশা করি।’ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ‘ডিরেক্টরস গিল্ড’ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

‘দুদক সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়, একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা ইতোমধ্যে তাদের ভুল স্বীকার করেছে।  একইসঙ্গে তারা বিষয়টি (সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতি) নিয়ে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’

টিভি নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী টিভি সম্প্রচার প্রসঙ্গে বলেন, ‘২০০৬ সালের ক্যাবল টিভি আইনানুসারে ডাউনলিংক করে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে বিনা অনুমতিতে বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। সেইসঙ্গে বিদেশ থেকে দ্বিতীয় গ্রেডের কুশলী দিয়ে নিম্নমানের বিজ্ঞাপন তৈরি করে আনার হিড়িকও অনভিপ্রেত।’

এ সময় টিভি নাটক পরিচালকদের তোলা বিভিন্ন দাবির বিষয়ে বিবেচনার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টস গিল্ডের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ডিরেক্টস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু, সহ-সভাপতি কচি খন্দকার ও শহীদ রায়হান, সাধারণ সম্পাদক এস এ হক অলিক, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদি হক, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী ও নির্বহী সদস্যদের মধ্যে রাশেদা লাজুক, ফেরারী অমিত, মারুফ মিঠু, শেখ রুনা ও  সাজ্জাদ সুমন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএনএইচ

তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর