Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিলল না সরকারি ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট, নিজেই তুললেন নিজের দাঁত


৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:১৬

।। বিচিত্রা ডেস্ক ।।

যুক্তরাজ্যের কর্নওয়াল শহরের বাসিন্দা ডেভিড উডহাউজ (৬২) দাঁতের ব্যথায় কাতরাচ্ছেন গত ১৮ মাস ধরে। ডেভিড চেষ্টা করেছেন সরকারি ন্যাশনাল হেলথ সার্ভিসের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়ন্টমেন্ট নিতে ও দাঁতের চিকিৎসা করাতে। তবে চিকিৎসকের নাগাল না পেয়ে ডেভিড বাধ্য হয়ে তুলে ফেলছেন নিজেই নিজের দাঁত!

ডেভিড জানান, হেলথ সার্ভিসের কাছ থেকে ডাক্তারের সাড়া না পাওয়ায় তিনি নিজেই ব্যথানাশক ও সুইঁ ব্যবহার করে দাঁত তুলেছেন। এছাড়া তার আর কোন উপায় ছিল না। এখন আগের চেয়ে ভালো আছেন তিনি।

সরকারি স্বাস্থ্যসেবার সেবার প্রতি রাগ ঝেড়ে ডেভিড বলেন, দেশের স্বাস্থ্যসেবাটা দেখুন! নাম রেজেস্ট্রি করে ডাক্তার দেখাতে বছরের পর বছর কেটে যাচ্ছে।

পরবর্তীতে আবারও কোন দাঁতের সমস্যা হলে সরকারি ডাক্তারের আশায় না থেকে ব্যাংক লোন নিয়ে প্রাইভেট ডাক্তার দেখাবেন বলে জানান তিনি।

সারাবাংলা/এনএইচ

যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর