কৃষি জমিতে পড়ে ছিল কলেজ ছাত্রের রক্তাক্ত মরদেহ
৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামের কৃষি জমি থেকে হাবিবুর রহমান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে কৃষি জমিতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হাবিবুর রহমান কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি কুড়িগ্রামে কোর্টে শিক্ষানবিশ হিসেবে মুহুরির কাজ করতো। শহরের পূর্ব কামারপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকতো হাবিবুর। সে চিলমারী উপজেলার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে।
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে লাশের পা বাঁধা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত হত্যা রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।’
সারাবাংলা/এসএমএন