Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলে অবদান থাকলে সংরক্ষিত নারী আসনের জন্য বিবেচনা: জি এম কাদের


৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: যারা সংসদে অবদান রাখতে এবং দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হবে। এছাড়া, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং দলের সঙ্গে তাদের অতীত এবং বর্তমান অবদানও বিবেচনা করা হবে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে পাঠানো হবে।

বিভ্রান্ত্রিকর সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া টিপু, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

সারাবাংলা/এএইচএইচ/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর