Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি


১৭ জানুয়ারি ২০১৮ ১৮:০৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ : হকার উচ্ছেদ ইস্যুতে নারায়ণগঞ্জে শামীম ওসমান ও আইভীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন এ কমিটি গঠন করেছে।

তিন সদস্যের তদন্ত কমিটির সদস্য হলেন- নারায়ণগঞ্জের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ‌সিম উ‌দিন হায়দার, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তা‌ফিজুর রহমান ও র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি বাবুল আক্তার। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, কমিটি কাজ শুরু করেছে। এখনো কোনোপক্ষই মামলা করেনি, তাই পুলিশের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

তিনি জানান, সংঘর্ষের সময় পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা নিয়াজুলকে পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে।

সারাবাংলা/এআরএইচ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর