Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষীপুরে শিশু ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:১৭ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: পাখির বাসা দেখানোর কথা বলে ডেকে নিয়ে লক্ষীপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। শিশুটির পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনার ১২ দিন পর মামলা করা হয়েছে তবে অভিযুক্তের পরিবার মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি (শুক্রবার) দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলার দক্ষিণ চিলাদী এলাকায় রাব্বি (১৮) নামে অভিযুক্ত কিশোর শিশুটিকে কোয়েল পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে স্থানীয় রফিক মেম্বারের বাড়ির পার্শ্ববর্তী কালভার্টের নিচে শিশুটিকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এই সময় শিশুটিকে সেখানে ফেলে পালিয়ে যায় রাব্বি। শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা চেষ্টা দেওয়ার চেষ্টা করা হয়। শারীরিক অবস্থার অবনতি দেখে প্রথমে লক্ষ্মীপুর ও পরে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার ১২ দিন পর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত ফজলে রাব্বিকে আসামি করে চন্দ্রগঞ্জ থানাতে মামলা করেন।

ভুক্তভোগীর বাবা ও স্থানীয়রা অভিযোগ করে জানান, অভিযুক্ত রাব্বি’র পরিবারের সঙ্গে যোগসাজশ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিনউদ্দিনের নেতৃত্বে জুয়েল, সোহেল, মুরাদ, ও মো.সোহেলসহ কয়েকজন বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। মামলা দেওয়ার পরে মামলা তুলে নেয়াসহ নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

মামলার সত্যতা নিশ্চিত করে দাসেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মফিজ উদ্দিন জানান, টনার পর থেকেই অভিযুক্ত রাব্বি পলাতক। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে  কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই পরামর্শ মেনেই মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানাতে একটি মামলা করেছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিনউদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, যা হয়েছে তাতে শিশুটির সঠিক চিকিৎসা ও ন্যায়বিচার পাওয়ার জন্য এলাকাতে তার সহযোগিতা ছিলো।

রাব্বি উপজেলার কুশাখালি ইউনিয়নের ছিলাদি গ্রামের সাইফুল ইসলাম হারুনের ছেলে।

এই ঘটনা অস্বীকার করে অভিযুক্ত রাব্বির বড় বোন মাহিনুর বেগম জানান,  যা কিছু শোনা যাচ্ছে তা সবই অন্যায়। এরকম কিছুই ঘটেনি। তাদের প্রতিবেশী অন্যায়ভাবে ছোট ভাই রাব্বিকে ফাঁসাতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ তুলেছে।

এ বিষয়টি নিয়ে সালিশে বৈঠক ডেকেও তাদের নিকট টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে।

সারাবাংলা/এসবি/এনএইচ

শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর