Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেক গেটের সামনে অজ্ঞাত লাশ


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক গেটের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বয়স আনুমানিক চল্লিশ বছর।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস জানান, হাসপাতালের প্রশাসনিক গেটের সামনের ফুটপাতে এক ব্যক্তি মরে পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, মৃতদেহে একটি লাল কম্বল দিয়ে জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই ব্যাক্তি মাদকাসক্ত ও ভবঘুরে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এনএইচ

অজ্ঞাত লাশ ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর