Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অচেতন অবস্থায় ঢাবি শিক্ষককে উদ্ধার, ঢামেক হাসপাতালে ভর্তি


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের এলাকায় কদম ফোয়ারার পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুল আরেফিনকে (৫০) অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আতিকুর রহমান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে অধ্যাপক সাইদুল কুমিল্লা থেকে এসে সায়েদাবাদ নামেন। ফুলার রোডের বাসভবনে যেতে রিকশা নিয়েছিলন তিনি। রিকশায় অচেতন হয়ে পড়লে চালক তাকে কদম ফোয়ারার পাশে রেখে চলে যান। পরে পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তার সাথে থাকা ব্যাগ, মানিব্যাগ, ঘড়ি, কিছুই পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, পুলিশ ধারণা করছে তিনি অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়েছিলেন।

সারাবাংলা/এসএসআর/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর