Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা সঙ্কট নিরসনে ভারতের সমর্থন চাইবে বাংলাদেশ


৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৩৮

ছবি: ফাইল

।। সারাবাংলা ডেস্ক ।।

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতের কাছে অধিকতর সমর্থন চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি তার প্রথম বিদেশ সফরের আগে একথা বলেছেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। পঞ্চম ইন্ডিয়া-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে বুধবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্রমন্ত্রী ভারতের নয়া দিল্লির উদ্দেশে যাত্রা করবেন।

মন্ত্রী বলেন, আমি ভারতের সঙ্গে অন্যান্য বিষয়ের মধ্যে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের ব্যাপারে আলোচনা করতে চাই। কারণ, এই সমস্যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেতে পারে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারতের জোরদার সমর্থন আশা করি।রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেতে পারে।

উল্লেখ্য, নির্মম সামরিক অভিযানে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ মানবিক কারণে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য স্থানের মতো আমাদের প্রতিবেশীর সঙ্গেও বিভিন্ন আলোচনার বিষয় রয়েছে। ইতোমধ্যে আমরা সমুদ্র এবং স্থল সীমানাসহ এর অনেক ইস্যু আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করেছি। অন্যান্য বিষয়ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হতে বলেন আশা করি। পারস্পরিক এই সমঝোতার মাধ্যমে আমাদের মাঝে বর্তমানে সবচেয়ে অধিক উষ্ণ সম্পর্ক বিদ্যমান।

ড. মোমেন তার ভারত সফরকালে সম্ভাব্য চুক্তি স্বাক্ষর বিষয়ে কিছু জানাননি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, এই সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

সফরে পররাষ্ট্র মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি নয়াদিল্লীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করবেন এবং শুক্রবার সুষমা স্বরাজের আমন্ত্রণে ভোজসভায় যোগ দেবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সঙ্কট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর