Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাখাইনে পুলিশের গুলিতে ৭ বৌদ্ধ বিক্ষোভকারী নিহত


১৭ জানুয়ারি ২০১৮ ১৮:২৮

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে ৭ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে।

প্রাচীন আরাকান রাজ্যের পতন দিবস উদযাপন বন্ধের বিরুদ্ধে গত মঙ্গলবার ম্রাউক ইউ অঞ্চলে প্রায় চার হাজার রাখাইন বৌদ্ধ জড়ো হয়ে বিক্ষোভ করতে গেলে সংঘর্ষের শুরু হয়।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়ানমারে বিভিন্ন জাতিসত্ত্বার মানুষ বসবাস করে। এর আগে তাদের কয়েকটির সঙ্গে সরকারি বাহিনীর শসন্ত্র সংঘর্ষ হয়েছে।

ম্রাউক ইউ প্রায় ২ শ বছর আগে প্রাচীন আরাকান রাজ্যের রাজধানী ছিল। বার্মিজ বাহিনী সেটা দখল করার পর প্রতি বছর তারা দিবসটি পালন করে আসছে। তবে এ বছর মিয়ানমার সরকার দিবসটি পালনের অনুমতি দেয়নি।

কতৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ তাদের ওপর গুলি ছুড়লে বহু মানুষ হতাহত হয়।

স্থানীয় প্রশাসনের মতে, পুলিশ প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করলে পুলিশ পাল্টা গুলি চালায়।

এ ঘটনায় সরকারের রাখাইন পরিস্থিতি মোকাবেলাকে আরও বেশি জটিল করেছে বলে জানিয়েছেন, বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি জনাথন হেড।

কয়েক বছর ধরে রাখাইন অঞ্চলের বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অনেক রাখাইন বৌদ্ধ সেখানকার মুসলমানদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা, ধর্ষণ ও বাড়ি-ঘর পুড়িয়ে দেশ ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়াও বৌদ্ধ বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের ফেরত নেওয়ার ব্যাপারেও সরকারের তীব্র সমালোচনা করেছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর