বিমানবন্দর কর্মকর্তাকে চড় মারায় ব্রিটিশ নারীর জেল
৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইন্দোনেশিয়ার নগুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক অভিবাসন কর্মকর্তাকে চড় মারার দায়ে এক ব্রিটিশ নারীর ছয় মাসের কারাদণ্ড হয়েছে হয়েছে। খবর বিবিসির।
কারাদণ্ডপ্রাপ্ত নারীর নাম অজ-ই তাকাদ্দাস (৪২)। বিমানবন্দরের এক অভিবাসন কর্মকর্তা তাকে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বললে তিনি ওই কর্মকর্তার প্রতি চিৎকার করেন ও কসম কাটেন। এক সময় ওই কর্মকর্তার গালে চড় বসিয়ে দেন তিনি। এছাড়া তার কাছ থেকে নিজের পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।
তাকাদ্দাসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত। তিনি দাবি করেছেন, এই সাজা অন্যায্য।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ অনুসারে, তাকাদ্দাস তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত ১৬০ দিন বালিতে অবস্থান করেছেন। এ জন্য তাকে ৩ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়।
জরিমানার কথা বলার পর তিনি সহিংস প্রতিক্রিয়া দেখান। এ ঘটনা একটি স্মার্টফোনে ভিডিও করা হয়। তিনি ইন্দোনেশিয়ার প্রসিকিউটরদের বিরুদ্ধে তার ওপর নির্যাতন করার ও জোরপূর্বক তাকে ইন্দোনেশিয়ায় রাখার অভিযোগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।
সারাবাংলা/ আরএ