Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ সাড়ে ৭ বছর পর ঢাবি’তে ছাত্রদলের পদযাত্রা


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৩

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দীর্ঘ সাড়ে ৭ বছার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল পদযাত্রা করেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে সাতদফা দাবিতে স্মারকলিপি দিয়ে তারা এই পদযাত্রা করে।

সর্বশেষ ছাত্রদল ২০১০ সালের ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যন্টিনে সম্মিলিতভাবে আসতে পেরেছিল। কিন্তু ওইদিন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মতিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক নাসির জসিম উদদীন হল ছাত্রনেতা মাঈনুলসহ ৩০জন ছাত্র নেতা মধুর ক্যান্টিনে আহত হয়। ওইদিন কোনো কর্মসূচি করতে পারেনি ছাত্রদল।

তবে আজ ছাত্রদলের পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে এই পদযাত্রায় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের শতাধিক নেতাকর্মী ছিলেন।

পদযাত্রার বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার সারাবাংলাকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্যাম্পাসে যাব এর থেকে আনন্দের তো আর কিছু নেই। কিন্তু এটি তো কোনো সমাধান না। রাজনৈতিক কর্মকাণ্ড যদি আমরা করতে পারি তখনই আমরা সমাধান মনে করব। এটি স্থিতিশীল হতে হবে। একদিনের শো-ডাউনে আত্মতৃপ্তি পাওয়ার কিছু নেই। এটা যদি দেখানো হয় ক্যাম্পাসে ছাত্রদল শো-ডাউন করতে পারছে তাহলে সেটা ভুল বার্তা যাবে। নাটকের মঞ্চায়ন তো একদিন-দু’দিন করা যায়।’

ছাত্রদলের জসীম উদদীন হলের যুগ্ম আহ্বায়ক হাসান আল আরিফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ৭দফা দফা দাবি নিয়ে উপাচার্যের সাথে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাক্ষাৎ করেছে। দীর্ঘদিন পরে এমন একটি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির চর্চা ছাত্ররাজনীতির ইতিবাচক দিক। ছাত্রদল ক্যাম্পাসের বাইরে থেকে সভায় যোগ দিয়ে আবার ক্যাম্পাসের বাইরে চলে আসতে বাধ্য হয়েছে। হলে হলে সহবস্থান নেই। ছাত্রলীগের কাছে প্রত্যাশা তারা আজকের মত আরও অনেক ইতিবাচক উদাহরণ তৈরি করবে এবং প্রশাসন ছাত্রদলের নেতাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করবে।’

ডাকসু নির্বাচনের তফসিল ৩ মাস পর চায় ছাত্রদল, উপাচার্যের না

দীর্ঘবছর পর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পদযাত্রা করেছে ছাত্রলীগ এটা কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সারাবাংলাকে বলেন, ‘ছাত্রদল নিজেদের মধ্যে থাকা বিভক্তি অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে স্মারকলিপি দিতে পারছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। এটা যেন তারা ধরে রাখে, সচেতন থকে। আমরা দেখেছি ছাত্রদল নিজেদের মধ্যে গ্রুপিংয়ের কারণে ক্যাম্পাস অস্থিতিশীল করে।’

ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগ হামলা করে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না।’

সারাবাংলা/কেকে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর