Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পাবনা: জেলার ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে প্রতারণা চক্রের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো— ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রিপন আলী।

পুলিশ জানায়, আসামি নিহাদ দশম শ্রেণির ছাত্র এবং রিপন একাদশ শ্রেণির ছাত্র। তারা পরস্পর বন্ধু এবং প্রতারণা সিন্ডিকেটের সদস্য। গত ১ মাস আগে তারা প্রতারণার উদ্দেশে ভুয়া ফেসবুক পেজ ও বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে। ‘ব্ল্যাক টাইগার’ নামের ওই পেজে তারা এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে গুজব ছড়ায়। পরীক্ষার্থীরা পোস্ট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর